Lost/Found & His Procedure, প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল ফেরত পাঠানোর পদ্ধতি। - Sundarban Profile

Breaking

Iframe sync

Friday, November 24, 2023

Lost/Found & His Procedure, প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল ফেরত পাঠানোর পদ্ধতি।

 

“প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল ফেরত পাঠানোর পদ্ধতি”

কাস্টমারদের প্রোডাক্ট ভুল গন্তব্যে যাওয়া/ঠিকানা অস্পষ্টতা/ভুল নাম্বারিং/প্রোডাক্ট পরিচিতি না থাকাসহ নানাবিধ কারনে প্রাপ্ত কুরিয়ার,পার্সেল ও ইকমার্স প্রোডাক্টসমূহ কেন্দ্রীয় “লষ্ট এন্ড ফাউন্ড” সেকশনে ফেরত পাঠানো এবং কোন প্রোডাক্ট বুকিং শাখায় ফেরত আসলে বুকিং শাখা থেকেও উক্ত প্রোডাক্ট ডেলিভারী দিতে ব্যর্থ হলে পার্সেলসমূহ উপ-পরিচালক মহোদয় এবং কুরিয়ার ও ইকমার্স প্রোডাক্টসমূহ মহাব্যবস্থাপক, সার্ভিস মহোদয়ের উদ্দেশ্যে ফেরত পাঠাতে হবে।

    প্রয়োজনে যোগাযোগ করুন;

০১। লষ্ট এন্ড ফাউন্ড পার্সেল সেকশন, মি. মোবারক হোসেন,

        মোবাইল নম্বর- ০১৯৫২২৫৫৭৯৯

০২। লষ্ট এন্ড ফাউন্ড কুরিয়ার ও ই-কমার্স সেকশন-

        মি. নুরুল ইসলাম, মোবাইল নম্বর- ০১৯৭৩০৪৩১৮৮



বুকিং পদ্ধতি;
০১

সেন্ডার হিসাবে বুকিং শাখার ব্যবস্থাপক/ইনচার্জের নাম টাইপ করার পর


০১। ডেসটিনেশন কোডে “LNF” সিলেক্ট করুন।


অতঃপর রিসিভার হিসাবে উপ-পরিচালক অপারেশন/মহা ব্যবস্থাপক সার্ভিসের নাম ও মোবাইল নম্বর দেওয়ার পর


০২। আইটেম অপশনে কুরিয়ার প্রোডাক্ট (LNF Courier Product)/ইকমার্স প্রোডাক্ট (LNF Ecom Product)/পার্সেল প্রোডাক্ট (LNF Parcel Product) সিলেক্ট করুন এবং রিমার্কস অপশনে প্রেরিত মালামালের মূল সিএন নম্বর রেফারেন্স হিসাবে টাইপ করুন।

এভাবে বুকিং সম্পন্ন করা হলে জিরো (শূণ্য) চার্জে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল প্রধান কার্যালয়ে ফেরত পাঠানো সম্ভব হবে।


বুকিং সংক্রান্ত সকল প্রকার পদ্ধতি জানতে এসওপি স্ক্রল করুন

এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

Thanks for the encouragement by commenting.