“প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল ফেরত পাঠানোর পদ্ধতি”
০১। লষ্ট এন্ড ফাউন্ড পার্সেল সেকশন, মি. মোবারক হোসেন,
মোবাইল নম্বর- ০১৯৫২২৫৫৭৯৯
০২। লষ্ট এন্ড ফাউন্ড কুরিয়ার ও ই-কমার্স সেকশন-
মি. নুরুল ইসলাম, মোবাইল নম্বর- ০১৯৭৩০৪৩১৮৮
সেন্ডার হিসাবে বুকিং শাখার ব্যবস্থাপক/ইনচার্জের নাম টাইপ করার পর
০১। ডেসটিনেশন কোডে “LNF” সিলেক্ট করুন।
অতঃপর রিসিভার হিসাবে উপ-পরিচালক অপারেশন/মহা ব্যবস্থাপক সার্ভিসের নাম ও মোবাইল নম্বর দেওয়ার পর
০২। আইটেম অপশনে কুরিয়ার প্রোডাক্ট (LNF Courier Product)/ইকমার্স প্রোডাক্ট (LNF Ecom Product)/পার্সেল প্রোডাক্ট (LNF Parcel Product) সিলেক্ট করুন এবং রিমার্কস অপশনে প্রেরিত মালামালের মূল সিএন নম্বর রেফারেন্স হিসাবে টাইপ করুন।
এভাবে বুকিং সম্পন্ন করা হলে জিরো (শূণ্য) চার্জে লস্ট এন্ড ফাউন্ডের মালামাল প্রধান কার্যালয়ে ফেরত পাঠানো সম্ভব হবে।
বুকিং সংক্রান্ত সকল প্রকার পদ্ধতি জানতে এসওপি স্ক্রল করুন


No comments:
Post a Comment
Thanks for the encouragement by commenting.